• Uncategorized
  • 0

দিব্যি কাব্যিতে মুরারি সিংহ

ফুলবোঝাবুঝি

শুনছি, মানুষের মধ্যে এখনো যে-বালক
অবশিষ্ট রয়ে গেছে,
জল-জোনাকির পতাকা নাড়িয়ে
তার চোখবাঁধা-কণ্ঠস্বরের শিলান্যাস হবে
দু-হাত দিয়ে জড়িয়ে ধরি ভিটামিন-ইস্কুল
ঘোস্ট-পেপার, নৈশজগত, ছাইগাদা, সব জায়গাতেই
কীসের যেন একটা চোরাস্রোত বইছে
ঘটনা কিছু নিশ্চয় ঘটেছিল
লিপস্টিকে ধোয়া ফিতে দিয়ে মেপে দেখছি
তাকে ঘটনা বলব না দুর্ঘটনা
মাপলাম, কিন্তু হদিশ পেলাম না
শুধু আরো কিছু ছেলে-মেয়ের
ফুলবোঝাবুঝি হল
লীলাময় ফসফরাস বদলে গেল,
কল্কি-অবতারের পাসওয়ার্ড
বদলে গেল,
বীজমন্ত্রের বাসন-কোসনও পোশাক বদলালো
এ-সবই কি তবে টকদইয়ের মহিমা
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।