গুচ্ছ কবিতায় সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

চলে গেলো এক বুদ্ধ
চতুর্দিকে তালা চাবি সবকিছু আজ নিশ্চল,
মানুষের জীবনে রোজ অদ্ভুত এক হরতাল।
ঘরে বসে তখন করছি দিনগত পাপক্ষয়,
মাইকে বলে যায় শুনি মুখ ঢাকলে জীবন হবে নির্ভয়।
এমন করেই কেটে যাচ্ছিল একেকটি দিন,
হঠাৎ এক সকালে হাতে এলো এক দৈনিক প্রতিদিন,
চোখ দিতেই দেখি বিপর্জয় সংবাদ !
এখন শুধু …চোখের জলে
কাগজের পাতায় স্মৃতিতে ভাসছে শৈশব,
নৈঃশব্দ্য ঘটে গেছে মনের অজান্তে এক বিপ্লব।
যদিও কোনোদিন..
ভাবিনি এমন করে চলে যাবে এক বুদ্ধের গল্প,
সুতোছেঁড়া শৈশবের পৃষ্ঠাটি এতোটাই ছিল স্বল্প !
চমকে উঠি যা শৈশবের স্মৃতিতে ছিলো অল্পস্বল্প।