গুচ্ছকবিতায় শুভজিৎ বোস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ওরা কারা ?
মিথ্যে তারা বানায়,মিথ্যে তারা বলে, বলেনা কেন সত্য ?
আবার দেশের দুষ্ট লোকেরা চারাদিকে জালিয়াতিতে মত্ত ,
কুকর্ম করে সর্বদা তোরা আবার রং দেখাচ্ছিস অত্ত ।
যারা দেশের রাজ সম্পত্তির আজ করছে বিশাল ক্ষতি,
এভাবে চললে সুশীল সমাজের থাকবে না কোন যতি,
মান সন্মান খুঁইয়ে কাঁদছে সদা দেশের শুদ্ধ সতী।
এরকম এভাবে চলতে ভালো লাগে কিকরে তাদের?
চুরি,ছিনতাই,চোর-জচ্চুরির কুঅভ্যেস রয়েছে যাদের।
ওরে মক্কেল নাগরিক তোরা নীতিরক্ষার দায়িত্বটা কাদের?
সাহস থাকলে ন্যায়ের রাস্তায় সোজা হাঁটতে পারবি তোরা ?
সমাজটাকে গড়তে কুম্ভকারের মতো কষ্ট করছে ওরা,
শয়তানরা যেন এই দুনিয়ার বিষাক্ত জলঢোঁড়া।
পৃথিবীর তরে স্বপ্ন রচিতে হয়েছে যারা পাগলপারা,
বিদ্ধ কলিজা খাবলে খেয়েছে, কেউ হয়েছে হৃদয় হারা,
ওরা কারা?যাদের হৃদয় খাবলে খেয়েছে নৃশংস হয়ে যারা।
প্রতিশোধ
প্রতিশোধের খর্গ যখন ওঠে গণতন্ত্রের শরীরে
ধর্ম যন্ত্রণায় খান খান হয়ে যায় জাতির দেহ,
বেদনার সংলাপে হাহাকারের মৃত্যুগান লেখে গণদেবতা।
নরমাংস কেটে বিক্রি করে নীতিহীন কুঠার।
অশনি সংকেত বুকে পৃথিবীতে হারায় মর্যাদার সন্ধে,
ষড়যন্ত্রের বন্যায় ভেসে যায় বিশ্বের সংবেদনশীল বুক।
রাত জোৎস্নার হায়না হানায় বিষাদ লেখে রক্ত-দুনিয়া ।
স্বপ্নের গলিতে রুষ্ঠ-গ্রীষ্ম খুন করে রোদেলা প্রতাপ।
যারা উন্নয়নের মিছিল করেছিল দুপুরের সোহাগী বুকে –
অত্যাচারে বন্দী হয় তাদের নিথর দেহ কফিন বাক্সে।
শোকগদ্যের অসহায় নালিশে ব্যক্তিত্ব রহিত হয়।
বিশ্বায়নের গর্ভে কবর দেওয়া হয় নৈতিক উচ্চারণ,
অভিশাপের সূচী চোখ খাবলে নেয় প্রেমিক ঈশ্বরের ।
জন্মভূমির শরীর গলতে থাকে শোকরাত্রির মোমের মতো,
দুঃখের বাণী ও করুণা-সন্ধ্যা জাগ্রত হয় অসহায় নালিশে।