আসলে আজকাল ছাড়তে পারি সব,
নিজের ভিতর ডুব দিয়ে বুঝেছি অনাবিল কাকে বলে!সেই কোন জন্মে একটা খোঁজ শুরু হয়েছিল আমার…
তারপর কত ভুল করে গিয়েছি বারে বারে,শুধু একটা ঠিক পাবার আশায়।আমি জানি আমার সবটুকু, সমর্পণের জন্য…
একদিন গোধূলির কনে দেখা আলোয় সে এসে দাঁড়াবে,হাতে পলাশ রঙা আবীর নিয়ে,আমার ভিতর-বাইরে রাঙিয়ে দিতে!
আর সেদিন রবি কবি বুঝি কানে কানে বলে দেবেন,
“মহারাজ একি সাজে/এলে হৃদয়পুর মাঝে…”
তিনি আসবেন,দেখবেন আর শুধুই জয় করবেন!
আর আমার গর্বটুকু গুঁড়িয়ে যাবে,গুঁড়িয়ে গিয়ে এক্কেবারে ফুরিয়ে যাবে…