অন্তরালে জমে থাকা ক্ষোভ
একদিন এল জনসমক্ষে,
ভাইরাস হয়ে আছড়ে পড়ল তোমার আমার দুনিয়ায়।
নিজেদের দলিল-দস্তাবেজে পৃথিবী কে বেঁধে ফেলতে ফেলতে, ভুলে গিয়েছিলাম দড়ি কম পড়বেই…
পৃথিবী না চাইলে নিজেদের লালসার সুতোতে তাকে গেঁথে ফেলা যায়না,
ঠিক কৃষ্ণ কে দড়ি দিয়ে বাঁধার ব্যর্থ চেষ্টার মত–
স্বয়ং মা যশোদাও কি বুঝেছিলেন সেদিন,
দড়ি কম পড়বেই?
মহারাষ্ট্রের ভূমিকম্প, জাপানের সুনামি,
সোমালিয়ার দুর্ভিক্ষ, আমাজনের জঙ্গলে দাউদাউ জ্বলতে থাকা নীলাভ যন্ত্রনা
ইত্যাদি ছোট বড় স্টেজ রিহার্সেল পেরিয়ে
আজ শুরু ফাইনাল কাউন্টডাউন…
মানবসভ্যতা গুনে চলেছে ৪,৩,২,১…. It’s showtime।।