কৃষক মাহমুদ
গ্রামঃ আনিপুর
শৈলকূপা,ঝিনাইদহ
প্রকাশিত কাব্যগ্রন্থ সংখ্যাঃ অসমাপ্ত খেলা ঘর
প্রকাশকাল ২০১৯
প্রাচীন ধূলোর শরীরে
বন্ধ রাখা ঘর কোণ থেকে তুলে আনি এক ডজন প্রাচীন ধূলো
সরিয়ে দেখি চশমার ফ্রেমে বাঁধা আছে
আজও মানুষ সেই হাঁটে – যে প্রান্তরে প্রাণহীন লক্ষ দেহ-
হাহাকার করে তোলে, রক্ত, বায়ু উড়ে যায় স্বর্গে …
ঈশ্বর পরে ঘৃণা করে স্বেচ্ছায় চলে নরকের পথে আর স্বর্গ
ও তার মালিকের পাড়ায় ঘৃণা ও ধিক্কার ছুড়ে বলত –
আমাদের কোন ঈশ্বর নেই-
মানুষ আজও কেঁদে যায় মানুষ অভাবে
জিইয়ে রেখে জবাই করে ‘ মানুষ ‘
স্বার্থের দানবাক্সে…