কাব্য কথায় প্রজ্ঞা
by
·
Published
· Updated
।। স্বপ্নের কাটাকুটি।।
মন কেমনের রাতে
দেখেছ বুঝি অর্ধ চন্দ্রকে!
শত কলঙ্ক বয়ে বেড়ানোর পরেও,
জ্যোৎস্না কিন্তু তারই অপরূপ সৃষ্টি।
মন কেমনের রাতে
অনুভব করেছ বুঝি!
একলা শরীরে শীতল বাতাসের ,
কোমল মায়াবী সেই স্পর্শ?
মন কেমনের রাতে
একাকী বসন্ত মনে;
যখন তুমি ভাবনায় মত্ত,
বাইরে চেয়ে একটিবার ,
দেখেছ বুঝি !
একলা আলোকিত চাঁদকে?
মন কেমনের রাতে
বয়ে যাওয়া নিঃসঙ্গ বাতাসকে ,
জড়িয়ে ধরে আপন বুকে ,
ছুঁতে পেরেছিলে বুঝি তার কোমল স্পর্শকে?
মন কেমনের রাতে
মায়াবী মেঘে আচ্ছন্ন পরিবেশে ,
সমস্ত গাছ যখন নিদ্রা ব্যতীত ;
ব্যস্ত প্রকৃতির তালে তাল দিতে ,
নিজেকে মিলিয়েছ বুঝি!
ঝড়ের সঙ্গে দুরন্ত মিলনে?
মন কেমনের রাতে
শান্ত মেঘবালিকা না হয়ে ,
নিজেকে গড়েই দেখনা একবার!
এক ছলনাময়ী নারী রূপে।