• Uncategorized
  • 0

কাব্য কথায় তনিমা হাজরা

আমি তনিমা হাজরা। লিখি কবিতা, গল্প, অনুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ।

অণুকবিতা Series ২

(১)
প্রতিটি ধান্যকণা নিবিড় চেবালে
প্রাণ ফুল ফুটে ওঠে
গর্ভের অন্ধকার জলে।।
(২)
আকাশকে সমুদ্র ভাবো আর সমুদ্রকে আকাশ, মুদ্রার দুপিঠে দুই মাত্রাহীন
চিরুনি তল্লাশ।।
(৩)
দুধসাগরের পারে
মাছমারাদের দল সব
চুপিসারে মাছ ধরে।।
(৪)
প্রতিটি চড়ুইএর নিঃশ্বাস নেবার
শব্দে আমার পিতামহের
শেষ নিঃশ্বাসের শব্দ মনে পড়ে।।
(৫)
শীতের পাতা ঝরে গেলে গাছকে রিক্ত ভাবার কিছু নেই, বসন্ত ওকে
দূরভাষে প্রোপোজ করেছে ।।
(৬)
তালাবন্ধ ঘরটি নয় একা,
ব্যস্ত মাকড়সার সাথে
তার হয় সারাক্ষণ দেখা।।
(৭)
প্রজাপতি এলে, স্ত্রীফুল কেন তার গর্ভদুয়ার দেয় খুলে, ফলের সুমিষ্ট স্বাদের ভেতর কোথাও একবিন্দু প্রজাপতি পাপ লেখা নেই।।
(৮)
বিবাহ শব্দটির মধ্যে উঁকি দিয়ে দেখি একমাত্র সন্তানের মুখ ছাড়া আর কিছু সুখকর নেই তাতে, তবুও দাম্পত্য ঘোরে ঘড়ির কাঁটার সাথে। ।
(৯)
ধ্রুবতারা উত্তর দেখায়,
কারণ ওকেই একমাত্র
উত্তর বলেছি।।
(১০)
যৌনতা কোকিলের বিলাস, সে ডিমের লালনমর্ম বোঝে না, তবুও আমরা প্রতিটি কুহুতানের জন্য কাককে এখনও সম্মান দিতে শিখিনি।

(চলবে)

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।