একদিন খুব তিতিবিরক্ত হয়ে নিজেকে ছুঁড়ে ফেলে দিলাম
তারপর নিজেকে খুব ডাকতে থাকলাম
কিছুতেই কাছে এল না,
কোনো রেসপন্সও করল না৷
খুব ভয় পেয়ে চুপি চুপি খুঁজতে লাগলাম নিজেকে
আমার ভেতর ও বাইরের প্রতিটি জায়গায়-
তারপর আমি মনমরা হয়ে শুয়ে পড়লাম
কিন্তু কিছুতেই শুয়ে থাকতে না পেরে
আমার ভেতরটা অন্ধকার করে দিয়ে
অন্ধকারের ভেতরে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম৷
এমন সময় এক ভিখারি এল আমার অন্ধকার আলোয়
আমার চোখের ভেতর
আমার মনের ভেতর
আমার চেতনার ভেতর
সেই ভিখারির কাছে উজাড় করতে লাগলাম আমার সর্বস্ব
নিজেকে পাওয়ার জন্য
আকাশের দিকে তাকাতেই
এক টুকরো আমি
পথ আটকে আমাকে আমার সামনে নিয়ে এল
আমি আমার কাঠামো ছাঁটা স্বল্প আয়তনে
পড়ে রইলাম আরও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে…