তোমরা হাঁটতে হাঁটতে চলে গেছো বহুদূর,
নতুন অলীক স্বপ্নের সাথে তাল মিলিয়েছ, ইচ্ছে করবে সব ভঙ্গুর !
আমরা যখন আকাশের কথা ভেবেছি,
তোমরা তখন বিষ ঘুমে আছন্ন হয়ে বৃথা কেঁদেছো।
জানি উত্থান,পতনের ইতিহাস সবার জানা,
আমরা শুনেছি সেখানে রয়েছে এক কাঁচের ঘর,
তোমাদের তোষামোদ খানা।
তাই তো মাটির নিচ থেকে তুলে এনেছো আজব সব কথা,
গল্প শুনিয়ে বোকা বানিয়ে করছো কেবল তঞ্চকতা !
খালি ডান বামে গর্ত খুঁড়েছ করেছো পরিচয় গোপন,
কেন যে তোমাদের আলোর অভাবে চিরকাল মন ?
আমরা আলোয় ঘেরা স্বপ্ন দেখি দূর করি অন্ধকার।
চলি মাটি ডাকে মুছি যত অন্ধকার।
তাই তো জানি, এই বিষ ঘুমের শেষে যা কিছু থাকবে পড়ে,
সবটাই আনবে অটুট স্বাস্থ্য, সবল দেহ-মন আমাদের ঘরে ঘরে।
শ্রুতি মধুর গানে, মধুর সুরে উঠবে নদীর দুই কোন,
সবুজ ঘাসে চলে ফিরে গড়বে জীবন।
আমরা আনবো শস্য শ্যামলে ভরা কুহুতানে রামধনুর আঁকা নতুন ভোর,
পৃথিবী হবে মধুময়, প্রাণে প্রাণে বেঁধে নেবো আপন জগত।