• Uncategorized
  • 0

কবিতায় সঞ্জীব সেন

মানুষের কবিতা

মানুষগুলো সব সবজান্তা হয়ে গেল,,,
ভাইরাস সমন্ধে খুব বেশী ধারণা ছিল না
তাদের কেউ কেউ বলছে ,
একশ বছর পর পর ফিরে এসেছে মারণ ভাইরাস
যেবার প্লেগ হল কলকাতায়
সেবার তো স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতা
মানুষের কল্যাণে নির্ভয়ে নেমেছিল রাস্তায় ,
এমনভাবে বলছে যেন ওরা স্বচক্ষে দেখেছিল,
আবার কেউ কেউ বলছে,,,
যেবার দুর্ভিক্ষ হল কলকাতায়
লাখ লাখ অনাহারক্লিষ্ট মানুষ
শুধুমাত্র ফ্যানের জন্য কেঁদেছে
আমরা তখনও মরি-নি!
আবার কেউ কেউ তো বিজ্ঞের মতন বলছে
প্লেগ করোনা দুর্ভিক্ষ সবই একটা ভাইরাস,,,
মানুষের তৈরী করা ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।