• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় শ্রাবণী বসু

অবশেষে

এতদিন এরই অপেক্ষায় ছিলাম,
কেউ একজন এসে বলবে–
ওগো বোষ্টমী,
তোমার যে গান  শুনে
ও গাঁয়ের মাটি
কেঁপে কেঁপে ওঠে
সে গান আমাদেরকেও শোনাও।
এই জন্যেই অনন্তকাল
থেকেছি উৎকর্ণ ,
ভিতর থেকে ডাক আসুক
অন্তর থেকে সাড়া দেবো।
অবশেষে ডাক এল ।
এসেই দাঁড় করিয়ে দিল
আবদারের গান পয়েন্টে।
অভিমান গুলো মুঠোর তাপে
গলে জল হয়ে গেছে ততক্ষণে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।