জন্ম- ২৫/১০/১৯৮০
শিক্ষাগত যোগ্যতা - বি এস সি ( কেমিস্ট্রি)
পেশা- সরকারী কর্মচারী
বাসস্থান - গড়িয়া, কলকাতা
প্রকাশিত কবিতা- দেশ, সানন্দা, কবিসম্মেলন, কবিতা পাক্ষিক, অনুষ্টুপ, অদ্বিতীয়া, গৃহশোভা, ক্লেদজকুসুম, একুশশতক, একদিন, বসুমতী, কৃত্তিবাস, কথাসাহিত্য, যুগশঙখ প্রভৃতি পত্রিকা
বই- ২টি (চুম্বনে অচেনা ভাস্কর্য ও দরজার ওপারে...)
সম্মান- আত্মদ্রোহ সাহিত্য সম্মান। এখনও পর্যন্ত প্রকাশিত কবিতার সংখ্যা সহস্রাধিক।
কবিতা ছাড়াও আগ্রহ- অণুগল্প
দেয়াল
পাঁচিল দেখলেই মনে হয় ভেঙে ফেলি
গুঁড়িয়ে ফেলি পায়ের অজস্র আঘাতে
ডিনামাইট দিয়ে ধূলিসাৎ করে ফেলি এই সব সুউচ্চ দেয়াল
অনায়াসে
স্বপ্নের মধ্যে অসংখ্য ভাঙা ভাঙির পরে ভোর বেলা চোখ জুড়িয়ে আসে রোজ
ঘুম থেকে উঠে আবার শুরু হয় দেয়াল-ভাঙার খেলা
এ খেলা চলতেই থাকে চলতেই থাকে