কবিতায় শীতল বিশ্বাস
সময়
অবশেষে রং-চটা ভাঙা প্যাঁটরাটি
আমায় দিলেন,মা।
সেই তেরোর কিশোরী আজ তিরাশিতে
সত্তর বছরের জমাট ইতিহাস
যেন পার্মাফ্রস্ট—-
ডালা খুলতেই বেজে ওঠে নূপুরের টুং
অতীত ডানা ঝাপটায়–
স্মৃতি-পালকে ঢেকে যায় সময়,
ঝরঝর ঝরঝর গোমুখ গঙ্গা-
মা বললেন, “থাক্ তোর জিম্মায় ”
জিম্মাদারী হয়তো বা সামলাবো
কষ্টে সৃষ্ঠে–
কিন্তু সত্তর বছরের ইতিহাস,
বাবার লুকিয়ে কিনে দেওয়া
এই প্যাঁটরা
ননদ দেওরদের চোখ এড়িয়ে
লুকিয়ে রাখা এই সময়কে
রাখবো কেমন করে