তুমি সুউচ্চ শালে ও সেগুনে
আর দীর্ঘ পথ হেঁটে আসা
কাঙালের কমলা বরণ কান্তারে র !
তবে কি তোমার ও বয়স বাড়ে?
পাহাড়ে চূড়ায় ডানা মেলে পাখিদের দেখো
ঢাল বেয়ে নেমে আসে ছায়া ময়
জীবন কে দেখো। অথবা পরাজিত কর্ণের
ঘরে ফেরা সারথি কে দেখো!
কারো ও কাছে শীত কাল নারী মনে হয়?
তুমি তো পুরুষ মানুষ হে!
জানু চিরে যতই জাহ্নবী ছোটাও
আমরা জানি
তুমি ক্ষত বিক্ষত দেবতা একক
গোপালে র গা দোকানে ধূপে ও ধোঁয়া য়!