• Uncategorized
  • 0

কবিতায় রূপক চট্টোপাধ্যায় 

পুরুষালী পৌষ

হে শীত প্রহরী,
এক উচ্ছন্নে যাওয়া বিকেলের কাঁধে
ঘুমন্ত শিশু র মুখ থেকে
তোমার তৈল চিত্র পেলাম!
আহা ,এই অবেলায়
ভেসে ওঠা আত্ম বিলাপ গুলি
ভাঙা নৌকায় নিয়ে গেলো
বাণিজ্যের বিগলিত রোদ!
তুমি তো পুরুষ মানুষ হে,
তুমি সুউচ্চ শালে ও সেগুনে
আর দীর্ঘ পথ হেঁটে আসা
কাঙালের কমলা বরণ কান্তারে র !
তবে কি তোমার ও বয়স বাড়ে?
পাহাড়ে চূড়ায় ডানা মেলে পাখিদের দেখো
ঢাল বেয়ে নেমে আসে ছায়া ময়
জীবন কে দেখো। অথবা  পরাজিত কর্ণের
ঘরে ফেরা সারথি কে দেখো!
কারো ও কাছে শীত কাল নারী মনে হয়?
তুমি তো পুরুষ মানুষ হে!
জানু চিরে যতই জাহ্নবী ছোটাও
আমরা জানি
তুমি ক্ষত বিক্ষত দেবতা একক
গোপালে র গা দোকানে ধূপে ও ধোঁয়া য়!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।