কবিতায় রতন বসাক

স্বপ্ন ভঙ্গ 

মনে অনেক স্বপ্ন নিয়ে
ছাড়িস নিজের ঐ ঘর,
যাচ্ছিস সেথা যারা ছিল
এতদিন সবাই পর ।
আপন করে নিবি তাদের
সেবা যত্ন করে,
এমন কাজে সফল হলেই
শান্তি পাবি মরে ।
সকাল থেকে রাত পর্যন্ত
ব্যস্ত থাকিস কাজে,
ছুতো পেলেই ওরা সবাই
বলবে তোকে বাজে ।
এত করেও মন ভরে না
কারোই পরিবারে,
অধিক শ্রমে দুর্বল হয়ে
জীবনটা তোর হারে ।
মুখ বুঝে সব সহ্য করিস
যতই দিক না ব্যথা,
পরিবারের সম্মানার্থে
বলিস না তুই কথা ।
অত্যাচারে শরীর যে তোর
সইতে থাকে কষ্ট,
এক-এক করে স্বপ্নগুলো
হতে থাকে নষ্ট ।
হায় রে নারী এমন দেশে
পাস না কোন সম্মান,
ওদের চাওয়া পণের জন্য
দিতে হয় তোকে প্রাণ ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।