কবিতায় মুহাম্মদ ইসমাইল
নরকের কারাগারে
ঊষাকালে মৃত্যু শয্যা হতে উঠতেই
কানে আসে মৃত আত্মার আর্তনাদ
ছোটাছুটি , করুণ বিলাপে অভিযোগের
তীর শকুন,শিয়ালের প্রতি।
কি অপরাধে আজ জীবন্ত লাশ হয়ে
নরকের কারাগারে আবদ্ধ,
অন্তহীন যন্ত্রণায় বর্তমান, ভবিষ্যৎ আশাগুলি
জ্বলে পুড়ে শেষ হয়?
কোন পাপে আমার পরিচয়—
আমি আর মানুষ নই,
অযোগ্য আমি, বেঁচে থাকার অধিকার
আমার গৃহ,আমার সংসার–আমার নই?
নরকের লেলিহান শিখা ধেয়ে আসে
আমি বন্দী কোটি কোটি আত্মার সাথে
ভীত আমি– তবু ভীত নই
আত্মারা একদিন জাগবে
ঐক্যবদ্ধ হয়ে লড়বে
নরকের বন্দীশালা ভেঙে
মুক্তির আনন্দে ভাসবে।
সেদিন তার ও বিচার হবে!