কবিতায় মীনাক্ষী লায়েক

অনন্তসন্ধ্যা
পাহাড় জলের মাঝে অনন্ত সন্ধ্যা
জলবৈঠার শব্দ ছপ্ ছপ্ ছপ্
দুটি না-বলা হৃদয়ে পাওয়া নেই
সরোদের ঝালায় সন্ধ্যা কাঁপে
তুমি, আমি প্রকৃতির অংশ
কেউ জড়িত নই কারো জীবনে
এমন বিচ্ছিন্ন সন্ধ্যা ছিল না আগে
এমন সুন্দর সন্ধ্যা আসবে না আর
কানে ফুল গোঁজা মাঝিটিও হারাবে
আজকের সন্ধ্যার পাঁসুটে রঙ
সব যে ভুলে যেতে বলো
তুমিও কি ভুলবে আজকের সন্ধ্যারাগ?