কবিতায় মনোজ পাইন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কবিকে কাকু ডাকতে নেই
কবিকে কখনো ‘কাকু’ ডাকতে নেই।
কবি মাত্র আজন্ম প্রেমিক। প্রেম যদি
টাইগার হিলের সূর্যোদয়; তখন সেখানে
প্রতীক্ষারত সবকটি হৃদয় আজন্ম
প্রেমিক ও কবি। রাঙা জামা গায়ে
ভোরের বাতাসে শিস দিতে দিতে যে
হেঁটে যায়,যার শিসের ধ্বনি, কলরব
মেখে তোমার চোখ খোলে, ঘুম ভাঙায়,
তাকে তুমি ভুল ভাবো! ভুল ভেবে
হৃদয়ে জড়াও;সে আসলে কবি।
কবি ও প্রেমিকের বয়স মেপো না,
কবি কখনো হৃদয়ে বয়স নিয়ে নদীতে
নামে না। যে আগুন পুষে; বৃহৎ আগুনের
কুণ্ড, তার থেকে ধার নিতে হয়।
তুমি তোমার প্রেমিককে দাদা ডাকো!
মাঝ নদী পেরিয়ে আসা যে মানুষ,
তাকে তুমি যে নামে খুশি ডাকতে পারো।
হাজার গোলাপের চুমু দাও তাকে।
সমুদয় দায় বয়ে নিয়ে যাক, উত্তাপ ছড়াক
সূর্যালোক। বুঝবে সেদিন যেদিন নেমে আসবে
অনন্ত শোক, কবিতার কতো প্রয়োজন!
তাই তুমি, যাকে যে নামেই খুশি ডাকো
প্রেমিক কবিকে কাকু ডেকো না ।