কবিতায় বিশ্বরূপ রাজগুরু by TechTouchTalk Admin · Published January 20, 2020 · Updated January 20, 2020 ছলনাময়ীকে(৮) আমার গ্রীষ্ম ছুঁয়ে দিলে আমি তোকে মল্লার শোনাব তোর নীলাকাশ পেলে হেমন্তে হাজির করব রূপশালী ধান একবার ডাক দিলে শুঁড়িপথে ছড়িয়ে দেব রামধনু রঙ এসব কোন শর্ত নয় ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া নয় জানেমন আসলে তোর চারপাশে আমার অনিবার্য যুগ্ম গতি ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love