• Uncategorized
  • 0

কবিতায় পার্থ সারথি গোস্বামী

অসময়ের বৃষ্টি

এক টানা বৃষ্টি । মন খারাপও একটানা,
হয়তো বৃষ্টি অসময়ের বলে ।
ছোটনের বাইরে বেরোতে মানা
বাথানে যাওয়া হয়নি বাছুর দুটিরও ।
ভেজা শাড়িটিরও আজ রোদ রোদ মন খারাপ ।
আম্রমুকুল মার্কা আফসোস ছাড়াই,
অসহায় দলিতের মতো ভেজে নিমফুলগুলি ।
শুধু, ঢালাইয়ের চাদরে মনখারাপ ঢেকে
চুপ করে শুয়ে পাড়া গাঁয়ের রাস্তাঘাট ।
এমন অসময়ে আমারও মন খারাপের সাধ হয়
শুধু সেই তার কথা মনে করে ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *