কবিতায় দেবানন্দ মুখোপাধ্যায়
হারজিত
শেষ পর্যন্ত লড়াইটা অল্পখ্যাত দলেরসাথে
কাপজেতা দলের
মধ্যেই সীমাবদ্ধ হয়ে রইলো।
এ রকমটা হবার কথা ছিলো?
কে জানে?
আজকাল কত কিছু হয়,
কত প্রত্যয় ভেঙে যায়,
কত সত্য সবার অগোচরে
মাথা নিচু করে থাকে।
সবাই জানে এ লড়াইএ
কাপজেতা দলই জিতবে
যেনোতেনো প্রকারেণ,
তবু নিশ্চিত জয়ের জন্য
কত অন্যায়,রেফারির বদন্যতা
সাজানো দর্শকদের
কেনা গলার চেনা সমর্থন!
তবুও,তবুও
অঘটন ঘটে যায় মাঝে মাঝে
হেরে যায় কাপজেতা দল–
মাঠ ছেড়ে চলে যেতে হয়,
চলে যেতে হয় সময়ের
অমোঘ নিয়মে।