কবিতায় তুলসীদাস ভট্টাচার্য by TechTouchTalk Admin · Published January 14, 2020 · Updated January 14, 2020 মাটি মাটি গর্ভবতী হলে ঘাম হয় তখন সে মা তোমারও যখন ঘাম বেরোয় সৌখিন আকাশের নিচে তোমারও থাকে আতুরঘর কাঁঠালের মত ঝুলতে থাকা স্তনে সাতক্ষীরা নদী উল্লাস –মাটির উৎসব –আতসবাজি পার্বন শেষে মেনোপজের শুরু গুরুমন্ত্রে দীক্ষা তীর্থে তীর্থে ঈশ্বর দর্শন পোড়ামাটির পাত্রে আচমনের জল ঈশ্বর কতটা সিক্ত হল কে জানে ! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love