কবিতায় তনিমা হাজরা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

আমি তনিমা হাজরা। লিখি কবিতা, গল্প, অনুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ।
মৃত্যুরাগ
মৃত্যু আমার পাশের বাড়ির লোক
মুখ ঢেকে রাখা মুখোশে
এবং হাতে তার দস্তানা,
পালে পার্বণে বাটি চালাচালি, খোঁজ।
মৃত্যুর সাথে চোখাচোখি হলে মৃদু হাসি
দূর থেকে হাই হ্যালো
ছাদে উঠলেই দেখি ওদের উঠোনে হবিস্যি রাঁধা হচ্ছে বারোমাসই।
মৃত্যুর গায়ে ভগ্নস্তূপের দাগ
উল্টানো চটি,তোবডানো ঘটি, ভেসে যাওয়া সুখ, গুপ্ত ক্ষিদের স্বরলিপি,
তবুও মৃত্যু হোলিতে ছিটায় ফাগ।
মৃত্যুর বাড়ি যাবার ইচ্ছে খুব
মাঝে শুধু কিছু মায়াটান
তার, সার্কিট, সুইচ বোর্ড, শুধু স্নানঘর জানে সবার নিজের উলঙ্গ মৃত্যুরূপ।