কবিতায় জপমালা ঘোষরায়

ধারাপাত

এক-এ-চন্দ্র, তোমার শিথিল লিঙ্গ ভিজে আছে জ্যোৎস্নায়, আমি দুই-এ-পক্ষ বিস্ফারিত মথিতযোনি এক, তিন-এ-নেত্র এখন নির্লিপ্ত ঘুমের মধ্যে, জলঢোড়ার মতো ভীষণ  ঠান্ডা,  চার-এ-বেদ পারস্পরিক জেনে নেওয়ার নির্বেদ অবস্থানে, পাঁচ-এ- পঞ্চবাণ মারো দেয়ালে আবার, অনেক সৃস্টি এখনো বাকি…..
দেখ, বহতা  নদীর ডিম্বাশয়এ অজস্র নতুন গ্রাম, পাম্পঘরের প্রবল লিঙ্গোচ্ছ্বাসে ছয়-এ- ঋতুর প্রতিটি ঋতুতে গর্ভবতী হচ্ছে একএকটি মাঠ, শরীর তো বিন্দু মাত্র, আমি তোমাকে অনন্তে  রেখে দিতে পারি, ছয় ঋতুর গভীরে, সাত-এ-সমুদ্র, আট-এ-অষ্টবসুর যৌথ হিসাবখাতায়, নয়-এ-নবগ্রহের ব্যাঙ্কে, দশ-এ-দশদিকে দশ শতকরা সুদে।
এরপর এর কথা তুমি তো সবই জানো, টাকার চেয়ে সুদের মিষ্টতার গল্পগুলো, যেমন পারফিউম এর চেয়ে ভেষজ ঘাম ও অশ্রুনির্যাস।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।