• Uncategorized
  • 0

কবিতা – উমা বসু 

বিদ্যাসাগর২০০/বিশেষ সংখ্যা

মানুষের ঈশ্বর  

যে সাগরের জল লোনা নয় ,
সঞ্জীবনী সুধা
তাঁরই স্পর্শে হাজার মানুষ
মেটায় পেটের ক্ষুধা ।
সত্য জ্ঞানের পূণ্যস্নানে
পবিত্র হয় দেশ,
বহু যুগের অচলায়তন
গুড়িয়ে করেন শেষ ।
কোমল হৃদয় অগ্নিপুরুষ
ত্যাগী মহাপ্রাণ,
নারী জাতির মুক্তির দূত
আরাধ্য ভগবান ।
সরস্বতীর বরপুত্র
মাতৃভাষার ত্রাতা,
ত্রিধারা শিক্ষা নীতির
তিনিই আদি পিতা ।
বজ্রকঠিন ন্যায়ের কন্ঠ
অত্যাচারীর ত্রাস,
দুঃখীজনের পরম সুহৃদ
করুণার আশ্বাস ।
দুঃখ তাপে দগ্ধ হয়েও
আলো দেখান তিনি,
সেই আলোতে পথ খুঁজে পায়
অন্ধ ভারতভূমি ।
কর্মযোগী, জ্ঞানযোগী
মানুষের ঈশ্বর,
ভারত মায়ের সিংহ শিশু
করুণায় ভাস্বর ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।