• Uncategorized
  • 0

কবিতায় উজ্জ্বল কুমার মল্লিক

মানুষ

মানুষকে নিয়ে করে টানটানি সবে,
মানুষ নাকি সঙ্গে তাদের সব কাজে।
ডান,বাম,অতি-বাম,অতি-ডান তুল‍্য,
কারো কাছে নেই, মানুষের কোন মূল‍্য।
শুধু ভোট,ভোট চাই,সেটাই দামী যে,
দূর-ছাই বিরাগে,ভোট-হীন মানুষে।
সন্ত্রস্ত লোকে ভয়ে জড়সড়,চুপ নীরবে,
গো-পাল নয় মানুষ,অপেক্ষায় থাকে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।