কবিতায় অর্পিতা দাশগুপ্ত ঠাকুর
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বৃষ্টি
সকাল থেকে একটানা রিমিঝিমি সুরে
বাজছে যে আষাঢ়ের দুপুরে।
পেটের চাহিদায় বাইরে বেরোনো,
যেতে হবে অফিস-কাছারি।
মাঠ ভরা জল, কৃষকের মন
রুইয়ে যাচ্ছে ধান তবু সারাক্ষণ।।
আনন্দেতে কাটছে দিন
পুজো বাকি যে আর কটা দিন।।
তবুও তোমার অভাব মেটাতে পারছি না।
জলের অভাবে কাটছে দেশ
রাখছি ধরে তোমায়, পুকুরেতে বেশ?
জীবন দায়ী ওষুধের মতো
কবে তোমার ও ঝরে যাওয়া হবে চিরতরে শেষ।।
বৃষ্টি তুমি বর্ষো এবার
ধূ-ধূ মাঠে ফেরাও জীবন আবার
তাই তোমার কাছে মিনতি করি,
বৃষ্টি তুমি ঝরো দিকে দিকে
সুন্দর এই ভুবন ভরি।।