• Uncategorized
  • 0

কবিতায় অর্ণব কর্মকার

প্রশ্ন-চিহ্ন

বিছানার পাশে যে প্রশ্ন-চিহ্নেরা শুয়ে আছে
তাদের দলের সর্দার – আমি কে?
লাল-নীল-গোলাপির প্রশ্নের রঙে
সবুজেরা যেন চলে গেছে কোনো রূপকথায়
বেড়াচ্ছি খুঁজে তাই এলোমেলো চুলে
খুব দূরে হা-রে-রে-রে ডাকে।
বিছানা শুকনো ফেলে যখনই ভাঙে ঘুম
দেখি, ওরা দাঁড়িয়ে আছে। ঘাড় উঁচু,
যেন কোনো দূরে পরিত্যক্ত গুহায়
নিয়ে যাবে জোর করে।
এতগুলো প্রশ্ন-চিহ্নের দল আর সর্দার
হাত-পা বাঁধা শরীরকে ধরে ঘিরে,
এদিক-ওদিক পোষাকের
ভাঁজ থেকে ভাঁজে খুঁজতে থাকে –
উত্তর।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *