জানি তুমি জেগে আছ রাত
জানি তুমি ঢেকেছ চাদর
জানি তুমি জানলার পাশে
জানি তুমি খুঁজছ আদর
এই নাও যা কিছু আমার
সিঁড়িগুলো চন্দনবন
এই নাও এতদিন ধরে
একে একে যা ছিল গোপন
আমিও তো সেই কতকাল
দাঁড়িয়েছি উলটো ফুটে
কথাগুলো মোমবাতি করে
একে একে জ্বালিয়েছি বুকে
জানি তুমি হাওয়ার মতন
সুগন্ধীদ্বীপ আর পাখি
জানি তুমি এই সব রাতে
তুলে নাও হাতে যাদুকাঠি
আমিও তো তাই কতো রাত
সয়ে গেছি ব্যাপক আঘাত
জানি তুমি তাও দেখোনি
কার্পেটে পাও রাখোনি
তবুও তো ঠিক তুমি জানো
এই রাতে আমি জেগে আছি
এইখানে যত প্রেম ছিলো
পেখমেই মেলে ধরেছি
যদি তুমি চাও কোনদিন
ডেকে নিও – ঠিক উড়ে যাব
তারপর তুমি যদি চাও
একদিন তারা হয়ে যাব।