কবিতায়নে মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
যে ঝড় উঠেছে
এই মুহূর্তে যে ঝড় উঠেছে সে কি পারবে
ওই মারণ ঝড়ের মোকাবিলা করতে?
ঝড়ে পথঘাট বিশৃঙ্খল ,জল থৈ থৈ
এখন আর রবি শস্যের কথা মনে আসছে না।
প্রখর দাবদাহে জ্বলে যাক পুড়ে যাক
অন্তর থেকে অন্তরে ।
একটা শ্রাবণের অপেক্ষায় যে প্রেম ছিল
সেও আজ চায় জলন্ত আগুন।
পুড়িয়ে সেঁকে শক্ত হোক ভালো বাসার বুনিয়াদ।
ছোট্ট ছোট্ট অবহেলা ,অপমানের চার গেঁথে
খেলিয়ে খেলিয়ে তুলেছিল কত কত ক্ষমতা।
ফাতনার নাচুনিতে নেছেছিল কত আশা ।
আশা আর অপেক্ষারা চেয়েছিল দেমাকের লাঘব।
আজ যে ঝড় উঠেছে ধর্ম গেছে চুরি
কর্ম হয়েছে ফিকে
শুধু শ্বাসে শ্বাসে মিল , দেখা না হওয়াই ভালো
দূরে থেকেও বহু কাছে প্রশ্বাস টা নিক।