কবিতায়ণে জবা ভট্টাচার্য
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
হোক প্রতিবাদ
কাস্তে হাতে কোনো কৃষক অথবা
রক্তে মাখামাখি ছাত্রীর মুখ ,
ধর্ষিত জ্বলে পুড়ে যাওয়া নারী মাংস,
অনায়াসে হয়ে ওঠে আমার কবিতার শরীর।
হাসপাতালে ডাক্তারের ছাড়পত্রের অপেক্ষায়
সন্তানের শব কোলে বসে থাকা মা,
অথবা অ্যাসিডে পোড়া তরুণীর মুখ,
কি সহজে কবিতার কোলাজ হয়ে যায়।
মিছিলে অনমনীয় শ্রমিকের মুখ
জাতি,ধর্ম নির্বিশেষে মানুষের কন্ঠে ধ্বনিত —
“হোক প্রতিবাদ”অন্যায়ের বিরুদ্ধে তাদের
শানিত মুখ, কবিতার উদ্বেল শব্দ হয়ে ওঠে।
আমার কবিতার প্রতিটা স্তবক ভিজে আছে আজ
ওদের ঘাম রক্তের প্রতিটি কণায়।