অণুগল্পে অলোক মুখোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নিশ্চুপ প্রকৃতি
প্রকৃতি যেন জেগে উঠেছে আপন খেয়ালে। ভোরের আলো ভালো করে ফোটেনি। কয়েকদিন আগেও যানবাহনের সুতীব্র হর্নে ঘুম ভাঙতো শহরের। এখন নিঃস্তব্ধ ভোরে শোনা যাচ্ছে পাখিদের কলতান। জানা-অজানা পাখিদের কলরব ঘরবন্দী মানুষের কাছে পরম প্রাপ্তি। পক্ষীপ্রেমীরা বাইনোকুলার নিয়ে ছাদে দাড়িয়ে। শিলিগুরির আকাশে ফিরে এসেছে হারিয়ে যাওয়া কত পাখি। মহানন্দার পাড়ে রঙ-বাহারি হর্নবিল, তিতির ,বেনে-বউ, চান্দদোয়েল, বসন্তবৌরি শেষ কবে দেখা গিয়েছে জানা নেই। পুবাকাশে সূর্যের রঙ গাঢ় কমলা। ক্যামেরা হাতে প্রকৃতিপ্রেমীরা জড়ো হয়েছেন মহানন্দার পাড়ে। প্রকৃতি এবং প্রাণীকূলের তো লক-ডাউন নেই।