“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় চিরন্তন ব্যানার্জি
by
·
Published
· Updated
রাজার চিঠি
এই লকডাউনের মাঝে
আমারও আসবে চিঠি, নিশ্চয়,
পায়ে পড়ি, জানালাটা খুলে রেখে দিও।
শ্যামলী নদীর তীরে, পাঁচমুড়ো পাহাড়ের গ্রামে,
এখন অভাব খুব,
ওরাও যে আমারই মতন
ঘরে বন্দী, কারো কাজ নেই।
সব দুধ বয়ে গেছে, সব নদী
শৃঙ্খলে, বাধ্য আসামি।
আমি শুধু কানে শুনি
প্রহরীর ঢং ঢং, প্রহরে প্রহরে-
বেলা যায় বেলা যায় সুরে সুর খুঁজে।
সুধার ফুলের মালা,
আজো রাখা আছে তার কাছে,
দিয়ে যাবে রোগ সেরে গেলে
আমি যদি নাও থাকি, তুমি নিয়ে নিও;
সযত্নে রেখে দিও বালিশের পাশে
সে মালা স্বপ্নে গাঁথা, কোনদিন শুকাবে না জানি।
একদিন চিঠি আসবেই-
সে চিঠেতে খুশির খবর
সেরে গেছে সব রোগ, মানুষের মন।
চুপ করে থাকো অবিশ্বাসী
বিশ্বাস করো, বিশ্বাসে, অনেক শক্তি আছে।
ততদিন গল্প শোনাক,
গান গেয়ে মনের আরাম;
মায়ের আঁচল হয়ে আমায় জড়িয়ে থাক
অমলের ঠাকুর্দা, আমার শ্রীরবীন্দ্রনাথ।