“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় বিদ্যুৎ রাজগুরু
by
·
Published
· Updated
তোমার কথায় অঞ্জলি দি
তোমার জন্ম দিনে
আকাশজুড়ে ‘ আলোকধেনু’
তারায় তারায় ভরা,
তুষারমৌলী পাহাড়চূড়ায়
আলোর ঝর্ণাধারা।
ভালোবাসা জীবনসুধায়
আঁধারে প্রেম জ্বলে,
মম চিত্তে সহচরী খুঁজি,
জীবনযাতনা ভুলে।
‘
কৃষ্ণকলি’ খুঁজি আজও
‘কালো হরিণ’ চোখে,
গাছের আড়ালে লুকিয়ে দেখি
লাজুক ছায়া বুকে।
দুটো পাখিই খাঁচার পাখি
বনের পাখি নাই,
বনের গান ভুলে শুধু
খাঁচার গান গাই।
‘
বৃষ্টি পড়ে টাপুর টুপুর’
‘ দস্যি ছেলে’ একা,
বৃষ্টিভেজা দুপুরগুলো
আজকে ভীষণ বোকা।
চিত্ত আজ ভয়ে ভীত
ন্যুব্জ করে শির ,
অন্যায় করে “অন্যায় সহে
চাটছে আলোর ক্ষীর।
ভিক্ষার কণা সোনা হয়ে
আর ফিরে না ঘরে,
লুঠ করছে কৃপণ রাজা
নিজের মতো করে।
সাম্রাজ্যবাদ বুনছে জাল
দেশের ছাতনাতলে,
ভণ্ড এখন ধার্মিক সাজে
জীবনের গান ভুলে।
ভেঙে যাবে এক দিন
‘সাম্রাজের দেশ বেড়া জাল’
খুঁজে পাব সেই দিন
ঘোমটার নিচে সূর্যসকাল ।
মানুষের ঘামে ভিজবে
‘ধূলামন্দিরের’ ভূমি
“দুঃখের রাত্রি” শেষে ফিরে পাব
উপেনের ‘দুই বিঘা জমি’ ।