“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় বিকাশ আদক
আমার রবি
জীবন কৌণিকে দাঁড়িয়ে একা আমি
টুকরো টুকরো করছি যখন তোমাকে;
বীক্ষণের আঁচে তুমি সম্মুখে, হে অন্তর্যামী
অভূত চেতনায় ছুঁয়েছো আমার রবি’কে।।
মনের মফঃস্বলে আমাতে মিলে অষ্টপ্রহর
হাসি-কান্নায়, বিরহ-মিলনে কত গানে,
ফল্গুধারায় বানভাসি আমার ব্যাপ্ত চরাচর
সখা হে, বন্ধু হে ছুঁয়েছো হৃদয় শত মিলনে।।
সকল তন্ত্রে মূলমন্ত্রে তুমি বরাভয় বহুরূপে
বিভেদ-দ্বন্দ্বে, শ্রেণী-দ্বেষে তুমি সাম্য শিক্ষার;
সংকট-সমরে উচ্চশির তব নির্ভীক পদক্ষেপে
কর্মে-সত্ত্বায়, সর্ব-সহায়ে জ্যোতির্ময় তুমি চারিধার।।
তোমার সাধনা আমার রবিকে খুঁজে যুগান্ত ধরে
তুমি রবি প্রাণের-মনের, জীবনের ধারায় মিশে,
সৃষ্টির বিগলিত ধারা আজ সমষ্টি পরিসরে
হে প্রাণেশ, অনন্ত তুমি প্রনমি তোমায় শেষে।।