• Uncategorized
  • 0

হীরক বন্দ্যোপাধ্যায়ের কবিতা

এপিটাফের বিরুদ্ধে এপিটােবি

গগনচুম্বী সৌধের আড়ালে আমাদের গোপন ইচ্ছেগুলি আমলকি বন হয়ে গেছে কবেই
মরণকাতর পরীদের নক্ষত্র নীল চোখ যেদিন
দেখেছি, সেদিন থেকেই ডুয়ার্সের হাওয়াবাতাস
ভারী হয়ে আছে, পাখিদের সাথে বসবাস করতে
করতে তিস্তার খরস্রোতে এসে মিশেছি
এখন ঝোড়ো হাওয়া উঠলেই মনে হয় কাছে পিঠে কোথাও সমুদ্র উপকূলীয় প্রেমের দেবীরা
জেনারেলি নীল আকাশ জুড়ে ঘুরে বেড়ায়
কিন্তু কীসের খেয়ালে সেদিন তোর্সা আর রায়ডাক হয়ে কেন যেন নেমে এসেছিল এই
পাহাড়ি উপত্যকায়, তা এখনো সংগোপনে রয়ে
গেল, যদিও আদিবাসী রমণীদের মসৃণ ত্বকে
পুঞ্জীভূত মেঘ আদর করে যায় এখনো পরাণসাগরতীরে ,হাজার হাজার বছর আগের এই সব এপিটাফ লেখা বড়োই কঠিন
এপিটাফের বিরুদ্ধে এপিটাফ লিখতে
জীবনানন্দ দাশ ও পারেন নি…

Spread the love

You may also like...

error: Content is protected !!