যাকে ভালোবাসলে না
যাকে তুমি ভালোবাসলে না
সে কেমন করে বুঝবে
সব অগোছালো পথেরও একটা স্থায়ী সংসার থাকে
পথের পাশে হাওয়া বাতাসেও সেই সংসার পাতা যায়
অর্থের সঞ্চয় নেই, হাতা খুন্তির আওয়াজ নেই
কেবল স্থির জলাশয়ের মতো কোমল ও শান্ত একটি সংসার
যে তোমাকে ভালোবাসল না
সে কেমন করে বুঝবে,
আসলে অভিমানে গাছ ছেড়ে সবুজ পাতারা নিরুদ্দেশে চলে যায়
তারপর,
কোনো অপরাপর শুকনো গাছে তারা বাসা বাঁধে
গাছের গায়ে গান ফোটে
ভালোবাসা ফোটে
ভালোবাসা এমনি করে এক গাছ থেকে আর এক গাছে বিশ্রাম নেই
ভালোবাসাকে ও তো বাঁচতে হবে
তার জীবনও তো জীবন
তোমাকে ভালোবেসে
এই সব বুঝেছি সাতপাঁচ…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন