টেক টাচ টকের হইচই নিয়ে এলাম। সাহিত্যের যে কোনো ধারাই আমাদের উপাদেয় লাগে। আমরা সাদরে বরণ করি সব ধরনের লেখককে। কিন্তু লেখা বা সাহিত্য পত্রিকা অথবা ওয়েব পোর্টাল চালানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে অস্বীকারও করতে পারি না। খুন, জখম, অথবা ধর্ষণের ঘটনাকে আমরা তীব্র নিন্দা করছি, প্রতিবাদে করছি একযোগে। আসুন, মিলিত প্রতিবাদ জানাই সকলে মিলে। সমাজ ব্যবস্থার প্রচলন হয়েছিল একসঙ্গে সুস্থ ভাবে বাঁচবো বলে। আজ যখন একজনের ওপর হামলা হয়, অন্যরাও সেই হামলার নীরব দর্শক হয়ে থাকতে পারি না। অসুস্থ মানসিকতার মানুষকে শুভ বুদ্ধি প্রদানও আমাদের দায়িত্ব। মেয়েরা যেন পুরুষদের প্রতিপক্ষ মনে না করে, বিকৃত মানসিকতা সম্পন্ন না মনে করে, প্রতিটি পুরুষেরও দায় রয়েছে এমনটা না ভাবতে দেওয়ার। নিরাপত্তার অধিকার আমাদের সকলের আছে। তবেই না সমাজ বাঁচবে, মনন ঋদ্ধ হবে। তবেই না সুস্থ, সুন্দর সাহিত্যের পথ গড়ে উঠবে।