সম্পাদকীয়

কয়েক মাসের উচ্ছ্বাস ক্রমশ হিমেল মনখারাপে ঢাকা নিচ্ছে মুখরিত আলোর স্রোত। এই তো ঢাকের কাঠি ক্লান্ত হচ্ছে ক্রমে ক্রমে। কাশফুলও কেতিয়ে পড়ছে শুক্ল-হাওয়ায়।বাঙালির নানা মাসে নানান পরবে মাতোয়ারা হলেও শারদ-উৎসব ঘিরে বেড়ে ওঠে উন্মাদনার চূড়ান্ত সিসমোগ্রাফ। চার দিনের এই আয়োজনে আপামর বাঙালির কত শোকই-না নির্বাসনে দিয়ে ছিল পাড়ি। কত ভালোবাসা-ই যে উথলে ওঠে সম্মুখ চত্বরে।কিন্তু যে আসে সে তো যাবেই চলে।
উৎসব আসে উৎসব যায়।ফেলে যায় কিছু সুখ কিছু আলোর ঠিকানা লেখা খাম।হয়তো-বা ফিরে আসার শুভ-সংকেত। এভাবেই আবারও একদিন কাশফুল দেখে পুলকিত হব আমরা । মা,আমাদের জগজ্জননী মা হয়ে উঠুন।পৃথিবীর সব মা সন্তানের কাছে পুজো না পান, যেন উপেক্ষা না পান,সকল সন্তানের কাছে এই আমাদের প্রার্থনা।
শুভ বিজয়াদশমীর আগাম শুভেচ্ছা ও শুভকামনা রইল । সকল অশুভ শক্তির বিনাশ হোক।শুভশক্তি ও চেতনার বিকাশ হোক। ভালো থাকুন সকলে। পড়তে থাকুন দৈনিক টেকটাচ টক। প্রতি মঙ্গলবার হাট বসে, সাহিত্য hut।এই হাটে আপনিও আসুন লেখক হয়ে, পাঠক হয়ে, সমালোচক হয়ে। সকলের লেখা পড়ুন,মন্তব্য করুন। অকপটে বলুন ভালো-মন্দ। সম্মিলিত অংশগ্রহণে,আপনাদের ভালোবাসায় সাহিত্য হাট, পরিপূর্ণ হয়ে উঠুক।
Spread the love

You may also like...

error: Content is protected !!