টেক টাচ টকের তৃতীয় সপ্তাহ আজ। এবার থেকে মঙ্গলবার নয়, আমরা আসছি রবিবারে। ছুটির দিনে যাতে জমিয়ে বসে পড়তে পারে সবাই, সেই জন্য এই ব্যবস্থা। কেমন লাগছে এই আয়োজন? আমাদের জানান। কোনো সাজেশন থাকলে বলুন আমাদের। পাঠকের মতামত আমাদের কাছে অমূল্য। techtouchtalk@gmail.com এ যোগাযোগ করুন আমাদের সঙ্গে।
আর হ্যাঁ, নতুনরা, তরুণরা এস। লেখা পাঠাও। যে কোনো রকম রঙ্গব্যঙ্গ আমাদের প্রথম চাহিদা। আসুন হইচইয়ের সঙ্গে রোববার যুক্ত করি এবার।