• Uncategorized
  • 0

কবিতায় মৌমিতা পাল

বৃষভ ঘরণী

শরীর শরীরকে ঠিক চিনে নেয়।
ভাষা , নগ্নতা , কালশিটের দাগ
আড়াল করো না তাতার পাখি , অন্ধ অয়দিপাউস অপরাধী নয়,যতটা এরা
বোনেরা ঘুমায়নি বহু ঘরে
খোলা কঙ্কণ ভয় পেয়েছে সভ্যতাকে
প্রিয় ডাকনাম নেই আর কোন
কৈশোর খোঁজে না কেউ
খারাপ রমণী বলে কিছু হয় না
মন্দ মানুষের ভীড়ে।
উষ্ণ প্রস্রবণে স্নান করুক ভাষা
প্রাচীন চর্মরোগ নিয়ে
প্রেমেরা রাজগীর ঘুরে আসুক।
পুকুরের পাশে বসে একা কোন এক
কক্সিস ফ্র্যাকচার মিথ্যে হজম করে মাফ করছে
ভাষা শিখে নিতে চাওয়া মাছ- শ্যাওলাকে!
নৈশ রেডিওতে কৈশোর খুঁজছে সভ্যতা
আচমকা দেখা হওয়া স্কুটি-প্রেম কালো গোলাপ
খুঁড়ছে প্রেমিকার বুকে ,
প্রেমিকার আনমনে বাস করে আনজন।করুক।
ব্যর্থ প্রেম ইজ ইকুয়াল টু মুক্তিলোভ।
মনঃপূত হয় না কোনকিছুই।
অ্যালকোহলের চুমুতে ডুবে যাক বন্ধুরূপী প্রেমিক,
কমিটমেণ্ট ফোবিয়া ওদের-
আগের সম্পর্কগুলোর খারাপ থাকাটুকু কাটিয়ে শুধুই কাজ চেনে আজ ওরা
ওরা চুমু খাবে , মদও ,
শরীর শরীরকে ঠিক চিনে নেবে
চোখ মোছালেও ওরা স্বীকার করবে না ‘ভালোবাসা’র নিস্তেজ উচ্চারণ।
ওরা ঘুমোবে
ওরা হাসবে
ওরা দুখী মানুষের মতো কাঁদবেও
ওরা জয় বাবা বজরঙ্গবলী বলে সন্ন্যাস নেবে
ওরা তবু উচ্চারণ করবে না পয়ার
ভালোবাসার ঝাউবোঁটায় মুখ দিয়ে ওরা
কিছুতেই আগামীকালের ভাতের হাঁড়ি
চাপাবে না
এরপর তাই দেশ ভুলে যাবে দেশজ ভাষা
দ্বিগুণ খিদেয় কোন কোন পুরুষ লোমশ কালশিটে ফেলবেই মায়ের জঙ্ঘায়
আমি, ততদিন বৃষভ-ঘরণী
মনোটনি
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।