কবিতায় সমরেশ মুখোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আলো
এক অপেক্ষা
ক্রমাগত
টেনে নিয়ে যায়
সৌরভ
দিগন্তে মিলায়
রোজ
পথিকেরা
হন্যে হয়ে
খোঁজে পিপাসা।
এক ব্যস্ত নগরী
পানশালা থেকে পানমশলাল
এক অপূর্ব
বাণিজ্য সফল
আলোচনা….
শুধু বসন্ত বিহীন
এক
পরিভ্রমণ
অনুভবে বড় হয়ে আসে
রাএি আরও
দীর্ঘ তর হয়….
যে দাঁড়ায় তাকে এক আশ্চর্য আকাশ ঘিরে রাখে
এক আশ্চর্য পরিখা!
অনন্তকাল
নিশ্চয় খুব ভালোই থাকবে আমাকে ছাড়াও
সারা দিনরাত সহস্র এক পদ্ম গোখরো
আমাকে ছিঁড়বে নিশ্চিত জানি
ঝড়ে ও তুফানে
আমার শরীর টুকরো টুকরো হাহাকার হবে
অভিশাপে কালো এই দেহ মন নদীর কিনারে
পড়ে থাকবেই আজন্ম কাল একশ জন্ম
জানি আরও হবে ঝরনা পাহাড় নদীর উৎস
আমি শুধু হব শ্মশানের কাঠ চুল্লি জ্বালানো
আমার দুহাতে হাজার পিণ্ড গুঁজে দিয়ে যাবে
কে নেভাবে তাকে? অনন্তকাল নদীটি শুন্য…