• Uncategorized
  • 0

শ্রীকথায় নন্দিনী

একটা পাত্রে হালকা গরম জলে কিছু টা পাতিলেবুর রস দিয়ে পা কিছু ক্ষণ ভিজিয়ে রাখতে হবে আর অল্প শ্যাম্পু ও দিতে হবে এরপর পা ভালো করে মুছে দু চামচ কফি দু চামচ চিনি আর অ্যালোভেরা জেল দিয়ে পেস্ট তৈরি করে পা এ কিছু ক্ষণ লাগিয়ে রাখার পর স্ক্রাব করে তুলে ফেলতে হবে এর পর দুচামোচ ময়দা আর এক চামচ হলুদ আর পাতি লেবু দিয়ে একটা প্যাক তৈরি করে লাগাতে হবে । এর পর ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিলেই পেয়ে যাবেন ঝকঝকে পা
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।