• Uncategorized
  • 0

কবিতায় নীলিমা সাহা

 সোসিওপ্যাথি

1

সকাল ও বিকেলের মাঝে ‘দূরত্ব’শব্দটি
হাঁটাহাঁটি করে
বাজতে থাকে যাবতীয় সেতার
2
লিখি বিকেলের সন্তরণ
যে যেভাবেই সাঁতরায়, সামলাই—প্রতিবেশী যে,
কবিতার অধিকারে ওরাই সামাল দেয় ঘর
ফিরে গেলে কোথায় পাব কবিতা

3

নদীকথা লিখতে গিয়ে পুকুর এসে দাঁড়ায়
আগাছামাছিমশার যত মশকরা
টোকা দিয়ে সরিয়ে ফেলি গল্পের
সব জলস্রোত
4
টুকরো টুকরো শ্রাবণমেঘ
জলের স্পর্শই রং  ঝরালো
কোথাও দীর্ঘ হাত বাড়িয়ে আছে
ভেসে যায় পাখির বাসা

5

হাড়েমজ্জায় শীতার্ত
আগুনের মধ্য দিয়েই রাস্তা করে নিতে হয়

6

প্রকৃত ভালোবাসার কোনো যতিচিহ্ন থাকে না,
দেশকালসাকিনও না

7

হাওয়াকলের কথা সবাই জানি
আনমনা চলাচল হাতঘড়িতে আটকে পড়লে
লালটুপির বায়নায় রাতনদী ভাসিয়ে দিতে পারে
হাতমোজা
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।