শায়র-এ- মেহফিল অয়ন সঈদ
by
TechTouch Talk
·
Published
· Updated
আরও কয়েকটি আত্মহত্যা
তিনি পার্থিব সম্রাজ্যে স্বৈরাচারী ফারাও
সমান্তরাল বাণিজ্যের ভেতর কেটে যাচ্ছে মুহূর্ত
তার মতো হবোনা আমরা দু’জন
সমুদ্রে নাগপাশ মেলে ধরি
বুনো ঘোড়ায় দাপিয়ে রক্তিম ঢেউ
আমাদের মুমূর্ষ চিৎকারগুলো ফেনা মুখে ভরে ওঠে;
তোমার প্রেরিত চুমু কফিনে ভরে রাখার মতো
একাই বিড়বিড় করে চললাম
কোলের শিশুর মুখে স্তন পুরে দাও বাবা।