গুচ্ছকবিতামূলে রতন বসাক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১| আগে জানো
করোনাতো যায় নি আজও
আম্ফান আসে তেড়ে,
এক এক করে আরো কত
জীবন নেবে কেড়ে !
বাঁচতে হলে বিপদ থেকে
সচেতন হও আগে,
আসতে থাকা ঝুঁকিগুলোর
জন্য এসব লাগে ।
গুজব কি না জানো সেটা
ভালো করে তথ্য,
ভয় না পেয়ে সাহস করে
মানো হলে সত্য ।
খবরগুলো শোনার পরেই
থাকো তেমন করে,
ভালো ভাবে নিজে জেনে
বোঝাও সবে ঘরে ।
তাইতো বলি আগে থেকে
সাবধান হয়ে যাবে,
বিপদগুলোর কবল থেকে
রক্ষা তবেই পাবে ।
২| আমার দেশ
বাংলা আমার মাতৃভূমি
সবুজ বৃক্ষে ভরা,
সহজ সরল মানুষগুলো
মনটা যাবে ধরা ।
নদীমাতৃক দেশে আমার
সবাই আছে সুখে,
কথা বলার সময় দেখবে
হাসি তাদের মুখে ।
বারো মাসে ছয়টি ঋতুই
দেখতে তুমি পাবে,
জমির তাজা ফসলগুলো
মনের সুখে খাবে ।
নজরুল রবির সাধের দেশে
হৃদয় ভরবে গানে,
ইলিশ মাছের স্বাদের খ্যাতি
বিশ্ব জুড়েই মানে ।
সর্ব ধর্ম মিলেমিশেই
উৎসবগুলো করে,
শত্রু পক্ষ আঘাত করলে
দেশের জন্য মরে ।
সময় করে দেখতে এসো
আমার সোনা দেশে,
সাথে নিয়ে সব দেখাবো
মনের সুখে ভেসে ।
৩| জ্ঞান বাটো
সবার হৃদে দেবো অামি
জ্ঞানের প্রদীপ জ্বেলে,
জীবন পথে চলার সময়
সামনে দেখতে পেলে ।
ভালো থাকো ভালো রাখো
এই বাণীটা বলবো,
সবার আগে আমিই মেনে
সেই ভাবেতে চলবো ।
ধনী গরীব সবার সাথেই
মিলে চলতে হবে,
বিপদগুলো আসে যখন
এগিয়ে যাও সবে ।
হিংসাটাকে সবার অাগে
মনের থেকে ফেলো,
বিভেদ ভুলে সবার সাথে
ভালোবাসায় মেলো ।
নিজের মধ্যে জ্ঞানের আলো
বাটো সবার কাছে,
ভালো কাজে সামনে যাবে
যে যাই বলুক পাছে ।
৪| সোনা গিন্নি
লক ডাউনে বাড়ি থেকে
কর্ম গুলো করি,
ঘুমের থেকে উঠে আমি
বাসন মাজা ধরি ।
গিন্নি বলেন চা’টা করো
একটু তাড়াতাড়ি,
ফোনে বাবা বলল এখন
যাব বাপের বাড়ি ।
দাওতো কিছু টাকা হাতে
যেতে হবে হেঁটে,
আটা মেখে সবজিগুলো
রেখো দিও কেটে ।
ফিরে এসেই রান্না করে
খেয়ে শুয়ে নেব,
সন্ধ্যাবেলা জেগে উঠে
চা’টা করে দেব ।
ময়দা চিনি কাজু মেখে
বানায় দারুণ সিন্নি,
সত্যি বলছি খুবই ভাল
আমার সোনা গিন্নি ।
৫| কবি হতে চাই
তুমি সবার রবীন্দ্রনাথ
আমার আপন রবি,
আশীস দিও হতে পারি
যেন একজন কবি ।
পড়ার সময় সবার জন্য
সরল হবে যেটা,
কাব্যগুলো সহজ ভাষায়
লিখে যাব সেটা ।
এই জগতে মানুষ হলো
অনেক বেশি দামী,
মনের কথা সবার ব্যথা
তুলে ধরবো আমি ।
৬| স্বপ্ন দেখা ভালো
কোন কিছু পেতে হলে স্বপ্ন দেখতে হয়
স্বপ্নটাকে বাস্তব করতে করো নাতো ভয় ।
চেষ্টা রাখো মনটা দিয়ে সঙ্গে থাকুক আশ
মনে রেখো আমরা সবাই দয়াল প্রভুর দাস ।
স্বপ্ন দেখা নয়তো ভালো বলে কিছু জন
কর্মই হলো সবার থেকে একটা বড় ধন ।
হাতের মুঠোয় পেতে হলে করতে হবে তাই
এত দিনের স্বপ্নে দেখা পেয়ে যাবেই ভাই ।
স্বপ্ন স্বপ্নই থাকে যদি বসে থাকি ঘর
কর্ম করে যেতে হবে যত আসুক ঝড় ।
চেষ্টা করে ধরায় যারা তাদের উঁচু মুখ
কর্ম ফলে পেয়ে যাবে তাঁরা আসল সুখ ।
কার্যক্ষেত্রে চলার সময় ঝরুক ঘামে জল
জেনে রেখো তাতেই বেশি মিঠা হবে ফল ।
পেতে গিয়ে হতে পারে অনেক কষ্ট দুখ
কঠিন মনে সাহস দিয়ে ভরে রাখো বুক ।
মনের ভিতর স্বপ্ন রেখে কর্ম করো সব
চেষ্টা যারা করে তাদের পিছে থাকে রব ।
স্বপ্ন দেখেও অলস হয়ে যারা বসে রয়
ভবিষ্যতে তাঁরাই শুধু দুঃখের নদী বয় ।