মেহেফিল -এ- শায়র, শামসুল ইসলাম শিহাব

নেপথ্যের গুঞ্জন

বায়ুমন্ডলীয় স্রোতে ভেসে
এসে
বাহুবন্ধনে সাজিয়ে রেখো
ওজনের একেকটি স্তর।
একেকটি বৃদ্ধ আর ক্লান্ত
ঢেউয়ের আছড়ে পড়া
শব্দে
পড়ে নিও হাহাকার জুড়ে
থাকা এই বয়স্ক পৃথিবীর গুঞ্জন!

চিরসবুজের রেণুজুড়ে যে
বিবর্ণ মর্মাহত ক্রন্দন
তার কল্পনাতীত বিস্তৃত
সীমানাজুড়ে
যে কৃত্রিম ফসিল ভেসে
ওঠে
তার গন্ধ ছড়িয়ে যাচ্ছে
প্রতিটি রৌদ্ররশ্মিতে
রশ্মিতে!

যে নিরানন্দ খেলায় মজে
আছো বেহুলা
আকাশজুড়ে
তার প্রত্যাশিত
আকাঙ্ক্ষার ভয়াবহতা
এখানে
বিষাক্ত করছে গোধূলির
মাই চুয়ে নেমে আসা
একেকটি রাত!

বৃক্ষহীন পাহাড়ের চূড়ায়

যে জীবন- জীবন
শিখিয়েছে অথবা যে মৃত্যু
আশ্চর্য মৃত্যু আর কোমল
আগুনের ঘ্রাণে
এখানে রাত্রির ভাঁজগুলো
খুলে ঝরে যায়
দৃষ্টির ভাঁজে ভাঁজে জমে
থাকে প্রান্তিক ধূসর
অসুখ!

অজানা নক্ষত্রের মতো
ঝরে যাওয়া সুখ
কোমল, জলজস্রোতে
ভেসে আসে হিম হয়ে।
বেদনার ক্যানভাস জুড়ে
থাকে অসংখ্য মৃত
ক্লোরোফিল
মৃত্যুর রহস্যে হারিয়ে যাওয়া সে মূহুর্ত, শূন্যময়
পড়ে থাকে।

বিষন্ন সুন্দরতা ঢেকে
রাখে যে মমতায় দুই চোখ
সে চোখে আগুন আর
অশ্রু দু’ই ঝরে,
লেগে থাকে চোখে-
আগ্নেয়গিরির লাভার
মতো উজ্জ্বল অবয়ব!

শয্যার পাশে পড়ে থাকা
মরার খুলি হেসে ফেলে;
এই হাসি জন্মাতে পারে
শুধু বৃক্ষহীন পাহাড়ের
চূড়ায়,
অথবা মূহুর্ত- স্পন্দনে,
নিজস্ব বন্যতায়!

Spread the love

You may also like...

error: Content is protected !!