মেহেফিল -এ- শায়র শাপলা সপর্যিতা

পেশা শিক্ষকতা। অরণী বিদ্যালয়ে বাংলা সাহিত্য ও সৃজনশীল লেখা বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত। প্রকাশিত হয়েছে এই পৃথিবী এই দেশ ও নিভৃত পরবাস নামে দুটি কবিতার বই। টাইমমেশিন ও গুপ্তহত্যা অতঃপর নামে দুটি বড় গল্পের বই। মূলত উপন্যাস লিখছেন। বর্তমানে ‘সম্পর্কটি শুধুই জৈবিক’ নামে একটি ধারাবাহিক উপন্যাস লিখছেন। ঢাকায় বসবাস করেন।

ঘুণ

ঝাপসা হয়ে এলে স্মৃতি
আয়নায় চোখ মেলে তাকাই
প্রতিবিম্বে যাকে দেখি তার চোখের দীঘল আইল্যাশে লেগে থাকে না চশমার কাচ।
ডাগর আঁখি তার-টিয়াপাখি নাক বিশেষত আমার বোঁচা নাক, চৌকো মুখের আদলে
পাতলা ঠোঁট,চুমু খেতে গিয়ে বলতে,অত নরম পাতলা ঠোঁটে প্রগাঢ় উষ্ণতার কথা।
তোমার পানপাতা মুখের ছবি দেখি আয়নার ভাষায়।
প্রতিবিম্বের সাথে মেলে না কিছুই,রাতের অন্ধকারে দাঁড়ালে দেখি আঁধারে
মিশে যাওয়া শরীর, গ্রন্থিল পেশী,চুলায় পুইশাকের গন্ধে মাতাল স্মৃতির প্রহর
বৃষ্টি দিনের কারুকাজে নেই রঙচটা কোনো ছবিও।
তবু, আয়নায় যাকে দেখা যায় সে তো আমি নই।
স্মৃতি খেয়েছে ঘুণে,
এবার হৃদয় খেয়ে যাক
আয়নার কাচ অথবা ইথারের সকল তরঙ্গভুক সময়…
Spread the love

You may also like...

error: Content is protected !!