মেহেফিল -এ- শায়র রুদ্রাক্ষ রায়হান

ডাক

তৃপ্তির পৃষ্ঠায় জমে থাক কলসের জল
আজকাল স্রোত নদী পুষে রাখে প্রাচীন পলল
প্রপঞ্চের দিন শেষে সূর্যকে ফাঁসি দিয়ে দাও

আগুনের বুকে পিঠে আন্দাজে আদর মাখাও
পাখি, তার পোষা বুকে নাক ঘসে গেয়ে ওঠো গান
আহ্লাদী সুর তুলে নরকের মেঠোপথে যাও

নিন্দুক স্রোতের খবর কে জানে? পুষ্পেরা-
মরে গেলে ভোর ডেকে আলো আনে কে?
আমি যাই মাসকাটা নদী কাল ডেকেছে আমাকে।

Spread the love

You may also like...

error: Content is protected !!